Saturday, March 5, 2022

কোন App বা Software Install ছাড়াই যেকোন গানের Vocal ও Bass আলাদা করুন কিছু মিনিটের মধ্যেই

Howdy Everyone,

আমাদের অনেকেই কম-বেশি গান শুনে থাকি, অনেক সময় Bass এর Partটা ভালো লাগে আবার অনেক সময় আবার Vocal Partটা ভাল লাগে। এই Bass অথবা Vocal Part আলাদা করতে Play_store থেকে কতগুলোই না App Install করে Try করে থাকেন। কিন্তু এই Post পড়ার পর থেকে আশাকরি Apk/Software Install এর দরকার হবে না আশাকরি। খুবই সিম্পল Step follow করে কিছুক্ষণের মধ্যেই Vocal আর Bass অংশ Separate করতে পারবেন। শুধু তাই নয়, এই Process এর মাধ্যমে আপনি Drums And others instrumental tune ও separate করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক-

✿প্রথমে Chrome/অন্য যেকোন Browser এ যান, যেখানে Icognito Tab Open করা যায়। (কেন Icognito Tab নিচে লক্ষ্য করুন)

✿Icognito Tab Open করার পর  এই Site এ প্রবেশ করুন।

 

✿এবার email box এ যেকোন নাম ব্যবহার করে শেষে @gmail.com add করে দিন এবং upload Mp3 তে ক্লিক করে দিন

 

✿uploading শেষে যখন Download Button টা আসবে তখন Download Button এ click করে Zip fileটি Download করে নিন

 

✿zip file extract করার পর যে গান upload করেছিলেন ঐ গানের 2টা Part পাবেন একটা Vocal আরেকটা Instrumental Part।

 

✿আর আপনি যদি শুরুতে Vocals + Drums + Instruments + Other Optionটা select করেন তবে Zip file download এর পর
4টা file পেতেন যেখানে গানের সব Tune আলাদা আলাদা অবস্থায় পাবেন। তবে আমি মনে করি Vocals + Instrumental option select করাটাই Best choice😎

 

✿এই Site এ Music separate করার জন্য Credit জমা করা লাগে, কিন্তু প্রত্যেকবার নতুন করে যখন Icognito Tab open করে ভুয়া email দিয়ে গান separate করবেন তখন কোন Credit/টাকা-পয়সা লাগবে না । Enjoy🔥

আশাকরি যারা বিভিন্ন Tutorial/Music Edit এ ব্যস্ত থাকেন তাদের এই Siteটি উপকারে আসবে। Androaid + pc সব ক্ষেত্রেই একই process। Lets Have A Try🍗

Previous Post
Next Post

post written by:

I'm a Writter and Blogger. Stay with me.

0 Comment: