Saturday, March 5, 2022

ব্লগারে কি এডসেন্স পাওয়া সম্ভব? মাত্র ২০ টি পোস্ট করে কিভাবে ফ্রি ব্লগারে এডসেন্স পাবেন?

ব্লগারে কি এডসেন্স পাওয়া সম্ভব? মাত্র ২০ টি পোস্ট করে কিভাবে ফ্রি ব্লগারে এডসেন্স পাবেন?

আমরা অনেকেই ব্লগে লেখালেখি করি বা অনেকে শুরু করতে চাচ্ছি। ইদানিং একটি প্রশ্ন নতুন ব্লগারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্লগার.কমে কি এডসেন্স পাওয়া সম্ভব? আজ আপনাদের এই প্রশ্নের উত্তর দিব এবং কিভাবে এডসেন্স পাবেন সেটিও বলে দিব।

ব্লগারে কোন ডোমেইন ছাড়া কি এডসেন্স পাওয়া যায়?

এই প্রশ্নের উত্তর হবে হ্যা। কারন এখনও অনেক ওয়েবসাইট আছে যাদের ব্লগে এডসেন্স আছে। এমনকি আমার নিজের সাইটেও আমি ব্লগারেই এডসেন্স পেয়েছিলাম মাত্র ২০ টা পোস্ট করে।

১. এডসেন্সের জন্য কখন এপ্লাই করবেন?

এডসেন্সে এপ্লাই করার আগে অবশ্যই আপনার ব্লগের বয়স ১ মাসের বেশি হতে হবে এবং কমপক্ষে ২০ টি মানসম্মত পোস্ট থাকতে হবে এবং আপনার জিমেইলে বয়স ১৮+ হতে হবে৷

২. পেজ তৈরি করা


আপনি যত ভালই পোস্ট করেন না কেন আর যত গুলাই করেন কাজ হবে না যদি এই পেজগুলো তৈরি না করেন। নিচের দেয়া পেজ গুলো অবশ্যই আপনার ব্লগে থাকতে হবে

1. Privacy policy
2. Contact Us

3. About Us
4. Terms & Conditions

এই চারটি পেজ অবশ্যই থাকতে হবে।

৩. টেম্পলেট

আপনার ব্লগের জন্য ভাল একটি টেম্পলেট বা থিমস ব্যবহার করবেন সেটি যেন একদম সিম্পল হয়। আমি এই টেম্পলেট দিয়ে এডসেন্স পেয়েছিলাম চাইলে এটি ব্যাবহার করতে পারেন

Download

৪. লিংক


যদি এমন হয় আপনার ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটেগরিতে লিংক দেয়া হয়নি অনেক লিংক এর মধ্যে ফাকা। কিছু নেই মানে এরর দেখায় লিংকে ক্লিক করলে এমন থাকলে আপনি এডসেন্স পাবেন না। আপনার ব্লগের কোন পেজ যেন ফাকা না থাকে।

৫. পোস্টের ধরন

১৮+ পোস্ট করা যাবে না এবং কপি করা যাবে না ১০০% ইউনিক পোস্ট লিখতে হবে।

৬. ওয়েবসাইট গুগল সার্চ কনসলে এড

আপনার ওয়েবসাইট অবশ্যই গুগল সার্চকন্সলে থাকতে হবে। গুগল সার্চ কনসলে আপনার ওয়েবসাইট এড করে সাইট ম্যাপ এড করতে হবে তাহলে ধীরে ধীরে আপনার ওয়েবসাইট গুগলে র‍্যাংক করবে।

৭. অন্য কোন কম্পানির এড থাকা যাবে ন

আমরা এডসেন্স পাওয়ার আগে অন্য অন্য এড নেটওয়ার্ক থেকে এড বসাই। এই এড থাকলে এডসেন্স পাবেন না। তাই এডসেন্সের জন্য এপ্লাই করার আগে এসব এড রিমুভ করতে হবে।
এবার আমার কিছু কথাঃ

আপনার ব্লগে ভিজিটর ০০ হলেও আপনি এডসেন্স পাবেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে গুগল আপনার ওয়েবসাইটকে গুরুত্ব দিবে যখন ভিজিটর আসবে তাই আপনাকে নিয়মিত পোস্ট করে যেতে হবে এসইও করতে হবে ভাল ভাবে। এবং বিভিন্ন সোস্যাল মিডিয়ায় সেয়ার করতে হবে। আবারো বলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিজিটর। আর নিয়মিত পোস্ট করে যাবেন এক সময় রেজাল্ট অবশ্যই পাবেন। প্রথমে এসেই এডসেন্স নিয়ে না ভেবে ওয়েবসাইট কে দার করান ভিজিটর আনুন যখন মনে হবে এখন এডসেন্স হলে ইনকাম আসবে তখন এডসেন্সের জন্য আবেদন করুন। আপনি ১০০ টা পোস্ট করে এডসেন্স পেলেও ইনকাম হবেনা যদি ভিজিটর না আসে।

Latest
Next Post

post written by:

I'm a Writter and Blogger. Stay with me.

0 Comment: