Saturday, March 5, 2022

ফেইসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন Video Downloader ও Operamini ব্যবহার না করেই।


 

আসসালামু আলাইকুম

ট্রিকবিডিতে ফেইসবুক ভিডিও ডাউনলোড নিয়ে অনেক পোস্ট রয়েছে। কিন্ত ঐ সকল পোস্টে ভিডিও ডাউনলোডার অ্যাপ বা ওপেরা মিনি ব্যবহার করা হয়েছে।

আমি এই পোস্টে এ সব কিছুই ব্যবহার করব না। যদি কোন ভাবে কারো পোস্টের সাথে মিলে যায় আমি আন্তরিক ভাবে দুঃখিত। কারন আমি কখনো কারো পোস্ট কপি করিনা নিজে হতে লিখার চেষ্টা করি।

তো ফেইসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য একটি ভিডিওর লিংক কপি করে নিন।



*
তারপর আপনার ফোনের যেকোন ব্রাউজারে চলে যান। সেখানে গিয়ে কপি করা লিংক টি পেস্ট করুন আর এডিট করুন এইভাবে


অর্থাৎ, www থাকবে সেটিকে রিমুভ করে mbasic লিখতে হবে বাকি সব ঠিক থাকবে। তারপর Go তে ক্লিক করুন

ফেইসবুকের পুরাতন ভার্সনে আপনাকে নিয়ে আসবে। তারপর ভিডিওতে ক্লিক করুন। ভিডিও টি নতুন একটি ট্যাবে অপেন হবে।


*
তারপর ভিডিওর উপর টাচ করলেই রাইট কর্ণারে দেখতে পাবেন থ্রি ডট মেনু সেখানে ক্লিক করুন।

*
তারপর ডাউনলোড অপশন দেখতে পাবেন। Download এ ক্লিক করার সাথে সাথেই আপনার কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে।



*
আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল
Previous Post
Next Post

post written by:

I'm a Writter and Blogger. Stay with me.

0 Comment: