Saturday, March 5, 2022

ব্লগারে কি এডসেন্স পাওয়া সম্ভব? মাত্র ২০ টি পোস্ট করে কিভাবে ফ্রি ব্লগারে এডসেন্স পাবেন?

ব্লগারে কি এডসেন্স পাওয়া সম্ভব? মাত্র ২০ টি পোস্ট করে কিভাবে ফ্রি ব্লগারে এডসেন্স পাবেন?

আমরা অনেকেই ব্লগে লেখালেখি করি বা অনেকে শুরু করতে চাচ্ছি। ইদানিং একটি প্রশ্ন নতুন ব্লগারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্লগার.কমে কি এডসেন্স পাওয়া সম্ভব? আজ আপনাদের এই প্রশ্নের উত্তর দিব এবং কিভাবে এডসেন্স পাবেন সেটিও বলে দিব।

ব্লগারে কোন ডোমেইন ছাড়া কি এডসেন্স পাওয়া যায়?

এই প্রশ্নের উত্তর হবে হ্যা। কারন এখনও অনেক ওয়েবসাইট আছে যাদের ব্লগে এডসেন্স আছে। এমনকি আমার নিজের সাইটেও আমি ব্লগারেই এডসেন্স পেয়েছিলাম মাত্র ২০ টা পোস্ট করে।

১. এডসেন্সের জন্য কখন এপ্লাই করবেন?

এডসেন্সে এপ্লাই করার আগে অবশ্যই আপনার ব্লগের বয়স ১ মাসের বেশি হতে হবে এবং কমপক্ষে ২০ টি মানসম্মত পোস্ট থাকতে হবে এবং আপনার জিমেইলে বয়স ১৮+ হতে হবে৷

২. পেজ তৈরি করা


আপনি যত ভালই পোস্ট করেন না কেন আর যত গুলাই করেন কাজ হবে না যদি এই পেজগুলো তৈরি না করেন। নিচের দেয়া পেজ গুলো অবশ্যই আপনার ব্লগে থাকতে হবে

1. Privacy policy
2. Contact Us

3. About Us
4. Terms & Conditions

এই চারটি পেজ অবশ্যই থাকতে হবে।

৩. টেম্পলেট

আপনার ব্লগের জন্য ভাল একটি টেম্পলেট বা থিমস ব্যবহার করবেন সেটি যেন একদম সিম্পল হয়। আমি এই টেম্পলেট দিয়ে এডসেন্স পেয়েছিলাম চাইলে এটি ব্যাবহার করতে পারেন

Download

৪. লিংক


যদি এমন হয় আপনার ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটেগরিতে লিংক দেয়া হয়নি অনেক লিংক এর মধ্যে ফাকা। কিছু নেই মানে এরর দেখায় লিংকে ক্লিক করলে এমন থাকলে আপনি এডসেন্স পাবেন না। আপনার ব্লগের কোন পেজ যেন ফাকা না থাকে।

৫. পোস্টের ধরন

১৮+ পোস্ট করা যাবে না এবং কপি করা যাবে না ১০০% ইউনিক পোস্ট লিখতে হবে।

৬. ওয়েবসাইট গুগল সার্চ কনসলে এড

আপনার ওয়েবসাইট অবশ্যই গুগল সার্চকন্সলে থাকতে হবে। গুগল সার্চ কনসলে আপনার ওয়েবসাইট এড করে সাইট ম্যাপ এড করতে হবে তাহলে ধীরে ধীরে আপনার ওয়েবসাইট গুগলে র‍্যাংক করবে।

৭. অন্য কোন কম্পানির এড থাকা যাবে ন

আমরা এডসেন্স পাওয়ার আগে অন্য অন্য এড নেটওয়ার্ক থেকে এড বসাই। এই এড থাকলে এডসেন্স পাবেন না। তাই এডসেন্সের জন্য এপ্লাই করার আগে এসব এড রিমুভ করতে হবে।
এবার আমার কিছু কথাঃ

আপনার ব্লগে ভিজিটর ০০ হলেও আপনি এডসেন্স পাবেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে গুগল আপনার ওয়েবসাইটকে গুরুত্ব দিবে যখন ভিজিটর আসবে তাই আপনাকে নিয়মিত পোস্ট করে যেতে হবে এসইও করতে হবে ভাল ভাবে। এবং বিভিন্ন সোস্যাল মিডিয়ায় সেয়ার করতে হবে। আবারো বলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিজিটর। আর নিয়মিত পোস্ট করে যাবেন এক সময় রেজাল্ট অবশ্যই পাবেন। প্রথমে এসেই এডসেন্স নিয়ে না ভেবে ওয়েবসাইট কে দার করান ভিজিটর আনুন যখন মনে হবে এখন এডসেন্স হলে ইনকাম আসবে তখন এডসেন্সের জন্য আবেদন করুন। আপনি ১০০ টা পোস্ট করে এডসেন্স পেলেও ইনকাম হবেনা যদি ভিজিটর না আসে।

যেকোন Movie Download করুন Torrent Site অথবা Torrent Apk ব্যবহার ছাড়াই [IDM Recommanded For fast Download]


 Howdy Everyone,
ফেইসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন Video Downloader ও Operamini ব্যবহার না করেই।


 

আসসালামু আলাইকুম

আপনার Picsart অ্যাপস কে Picsart Gold 1 Year subscriptions বাইপাস করুন ফ্রি তে

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

Sparkol VideoScribe PRO Edition.zip Version 9.0(offline install), হয়ে যান একজন Whiteboard Animator


 হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন।
যেভাবে Coursera Student Account(2020) তৈরী করবেন এবং free premium account সবার জন্য (no need to pay for any course)

Howdy Cheaf,

যেকোন Video-তে আপনার চেহারা Replace করুন Reface Pro apk-র সাহায্যে

Howdy Everyone,

কিভাবে ইন্টারনেট স্পিড হ্যাক করবেন With Proxifire Pro (PC & Wifi User only)

Howdy Everyone,

অনুরোধ রইল video tutorial আর পোষ্ট সম্পূর্ণ না পড়ে comment করবেন না

আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার Friend এরISP Provider অনেক ভাল কিন্তু আপনার টা আমার মত Local Isp তো এক্ষেত্রে Internet service provider আপনার Raw Internet এর বাইরে আপনাকে স্পিড দেয় না। যেমন- আমরা স্বাভাবিক ভাবে Steam/বিভিন্ন FTP Server/Torrent site থেকে অনেক সময় গেইম/ বড় বড় File download করি সেক্ষেত্রে তেমন Speed পাই না কারণ Facebook, Youtube, Google Play store এর প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যন্ড উইথ থাকে যা Local ISP দেয় না। আবার আপনার WIFi দ্বারা সব FTP server ও কাজ করে না, তাই না???

¥ তাই এই Speed কীভাবে Boost করবেন + সব FTP server এর সুবিধা নিতে পারবেন তা নিয়ে
সলিউশন থাকবে-

proxifier pro


এই সফ্টওয়্যার এর সাহায্যে মূলত IP change করে দেয় যার ফলে আপনি খুব সহজেই সব FTP server এর সুবিধা পাবেন এবং
যে কোনো গেম ডাউনলোড করতে পারবেন ঝড়ের গতিতে যেকোনো ষ্টোর থেকে। আপনি যে আপনার IP+proxy Change করে ফেলতাছেন এটা কিন্তু আপনার Local Isp জানে না। ☠😊

এই Softwareটি 31 দিনের জন্য Free তে Use করতে পারবেন পরবর্তীতে 39.95$ লাগবে Full Version আনলক করার জন্য
পোস্ট শেষে এর Pro version + কীভাবে কাজ করতে হয় এর Tutorial দিয়েছি আশা করি বুঝতে সুবিধা হবে।

Download করার আগে এর Featuresগুলা জেনে নিন-

 

♣Key Features

 

Proxy Everything

আপনার connections কে Redirect করতে পারবেন যেকোন internet app এ (browser, email, database, game, etc.)proxy ব্যবহার করে । এতে Data Lost/ ভয়ের কোন কারণ নেই।

 

 

 

Master Your Corporate Network
আপনি আপনার Local Isp দিয়ে অন্যান্য ISp-র সব resources access করতে পারবেন । একটা single entry point এ আপনি Address আর Proxy Add করে আপনার connections remotely multiple configurations করতে পারবেন ।এর মানে হল আপনি যদি LINK3 এর Line use করেন, আপনি proxifier এর মাধ্যমে AmberIT সহ আরও ভালো ISP এর Serviceউপভোগ করতে পারবেন।
Improve Your Connection
সাধারণত আমার ISP শুধুমাত্র 8 MBPS দিতে পারে, যা বাস্তবে Download/Browsing এ আরও কমে যায় স্বাভাবিক।কিন্তু proxifier এর সাহায্যে আপনার Internet traffic Controll করতে পারবেন এবং ISP যে পরিমান Bandwidth  দিতো তারও বেশিBandwidth পাবেন। বিশ্বাস না হলে TRY করে দেখুন

 

 

Security and Privacy

আপনি যে এইভাবে IP + Proxy Change করলেন, তা আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এবং আপনার Data চুরির কোন ভয় নেই। আপনি গুগল করে এর Security সম্পর্কে আরও ভাল ধারনা নিতে পারবেন।

 

 

 

Exceed Limitations
আমরা অনেক সময় বিভিন্ন সাইট থেকে বড় File Download এর সময় DATA transfer LIMIT এ পড়ে যাই যা খুবই দুঃখজনক।যেমন- Mega.nz থেকে ফাইল Download এর সময় 700MB download এর পর আর download করা যায় না Limitations এর জন্যকিন্তু proxifier ব্যবহারে Data limitation থেকে মুক্তি পাবেন 100% ।

 

⇒যদি আরো জানতে চান Software সম্পর্কে তাদেরOfficial site  থেকে ঘুরে আসতে পারেন।

 

≅টিউটোরিয়ালে দেখাব কিভাবে Local ISP থাকা সত্যেও আপনি অন্যন্য ISP (AmberIT/LINK3) দের FTP Server এ
Access পেয়ে যাবেন & তাছাড়া speed Increase কীভাবে করবেন -(sorry for audio quality compress করতে করতে এই অবস্থা)

Video Player
14:39
16:41

Tutorial by-

কিভাবে ইন্টারনেট স্পিড হ্যাক করবেন With Proxifire Pro (PC & Wifi User only)

কখনো যেন আপনার ISP (internet service provider) জানতে না পারে এই Tricks খেয়াল রাখবেন।
যাদের wifi Internet speed around 8MBPS তাদের উপকার হবে আশা করি।

এক ছাদের নিচে সব ধরনের হ্যাকিং Tools For Hacker ☠(Update🎁- Wifi Hacking Tutorial added)

 Howdy Everyone,
কোন App বা Software Install ছাড়াই যেকোন গানের Vocal ও Bass আলাদা করুন কিছু মিনিটের মধ্যেই

Howdy Everyone,

আমাদের অনেকেই কম-বেশি গান শুনে থাকি, অনেক সময় Bass এর Partটা ভালো লাগে আবার অনেক সময় আবার Vocal Partটা ভাল লাগে। এই Bass অথবা Vocal Part আলাদা করতে Play_store থেকে কতগুলোই না App Install করে Try করে থাকেন। কিন্তু এই Post পড়ার পর থেকে আশাকরি Apk/Software Install এর দরকার হবে না আশাকরি। খুবই সিম্পল Step follow করে কিছুক্ষণের মধ্যেই Vocal আর Bass অংশ Separate করতে পারবেন। শুধু তাই নয়, এই Process এর মাধ্যমে আপনি Drums And others instrumental tune ও separate করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক-

✿প্রথমে Chrome/অন্য যেকোন Browser এ যান, যেখানে Icognito Tab Open করা যায়। (কেন Icognito Tab নিচে লক্ষ্য করুন)

✿Icognito Tab Open করার পর  এই Site এ প্রবেশ করুন।

 

✿এবার email box এ যেকোন নাম ব্যবহার করে শেষে @gmail.com add করে দিন এবং upload Mp3 তে ক্লিক করে দিন

 

✿uploading শেষে যখন Download Button টা আসবে তখন Download Button এ click করে Zip fileটি Download করে নিন

 

✿zip file extract করার পর যে গান upload করেছিলেন ঐ গানের 2টা Part পাবেন একটা Vocal আরেকটা Instrumental Part।

 

✿আর আপনি যদি শুরুতে Vocals + Drums + Instruments + Other Optionটা select করেন তবে Zip file download এর পর
4টা file পেতেন যেখানে গানের সব Tune আলাদা আলাদা অবস্থায় পাবেন। তবে আমি মনে করি Vocals + Instrumental option select করাটাই Best choice😎

 

✿এই Site এ Music separate করার জন্য Credit জমা করা লাগে, কিন্তু প্রত্যেকবার নতুন করে যখন Icognito Tab open করে ভুয়া email দিয়ে গান separate করবেন তখন কোন Credit/টাকা-পয়সা লাগবে না । Enjoy🔥

আশাকরি যারা বিভিন্ন Tutorial/Music Edit এ ব্যস্ত থাকেন তাদের এই Siteটি উপকারে আসবে। Androaid + pc সব ক্ষেত্রেই একই process। Lets Have A Try🍗